বেদনার রং নীল হবে কেন?

বেদনার রং নীল হবে কেন? কালো, সাদা, লাল  কিংবা অন্য কোনো রং হয় না কেন? 

আমার মতে বেদনার রং কালো হওয়া উচিত। কষ্টের সময়গুলোতে বলা উচিত, ” কালো কষ্টেরা আমায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে “।

অবশ্য বেদনার রঙকে নীল রং হিসেবে চালিয়ে দেওয়ার আলাদা একটা কারণ হয়তো আছে। হালকা ব্যাথা পেলে আমাদের খারাপ লাগে। আর বেশি ব্যাথা পেলে অথবা বেশি আঘাত পেলে ভুক্তভোগী স্থানটা নীলাভ হয়ে যায়। তাই আমরা বেদনার রঙকে নীল রং বলে চালিয়ে দিই।

প্রতিটি পুরোনো বিষয়ের সাথে নতুন কিছু যুক্ত হলে আলাদা তৃপ্তি পাওয়া যায়। বেদনাপ্রাপ্তি তো বেশ পুরোনো ব্যাপার! কত সহস্র বছর ধরে মানুষ বেদনার সিন্ধুতে ডুবে মরছে! এখন যদি ” বেদনা ” শব্দের আগে ” কালচে ” শব্দটা জুড়ে দেওয়া যায় তাহলে হয়তো একটু কষ্ট লাঘব হবে। তাছাড়া নীল রঙটাকে যদি প্রাধান্য দিতে দিতে অন্যান্য রঙদের সম্পূর্ণ এড়িয়ে চলি তাহলে হয়তো তাদের অভিশাপে বেদনারা নিজেরাই সিমেন্ট হয়ে মনদেয়ালে জমে যাবে। তখন চাইলেও আর মুক্তি মিলবে না।          

Leave a Comment